Wednesday, 23 September 2020

Safety and Security part-1

 আজকের এই চলমান সীমিত সময়ের মাঝে আমি আলোচনা করব নিরাপত্তা সংক্রান্ত দুইটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যার শিরোনাম

সেফটি(সুরক্ষা) কি এবং সিকিউরিটি (নিরাপত্তা) কি? সুরক্ষা ও নিরাপত্তার মধ্যে পার্থক্য কি?

তাহলে বন্ধুরা আমরা প্রথমে জানবো সুরক্ষা বলতে কি বোঝায় এবং নিরাপত্তা বলতে কি বোঝায়।

সামগ্রিকভাবে সুরক্ষা ও নিরাপত্তা সমার্থক হিসেবে ব্যবহৃত হলেও স্থান/ কাল / পাত্র ভেদে দুইটি শব্দ দুইটি অর্থ বহন করে বিশেষ করে কর্মক্ষেত্রে। কিন্তু আমরা বেশির ভাগ লোকই জানিনা যে সুরক্ষা এবং নিরাপত্তা শুনতে একরকম মনে হলেও দুটি আলাদা আলাদা বিষয়। আজকের  এই সংক্ষিপ্ত আলোচনায় আমি চেষ্টা করবো সুরক্ষা ও নিরাপত্তা বিষয় দুইটিকে আলাদা আলাদা ভাবে উপস্থাপন করা জন্য।

প্রথমে আমরা ছোট্ট একটি উদাহরণ দিয়ে শুরু করতে পারিঃ-

মনে করুন, একজন ব্যাক্তি একটি ছাদ ঢালাই করা বাড়ী তৈরী করেছেন। ছাদ যেন মজবুত হয় সেই জন্য তিনি খুব ভালো মানের রড সিমেন্ট ব্যবহার করেছেন। ঘরে যেন আলো বাতাস ঢুকতে পারে সেই জন্য জানালা রেখেছেন এবং জানালা দিয়ে যেন কেউ ডুকতে না পারে সেই জন্য জানালায় গ্রীল লাগিয়েছেন। ঘরে প্রবেশ করার জন্য দরজা রেখেছেন এবং দরজা বন্ধ করার জন্য তালা লাগানোর ব্যবস্থা করেছেন। বাহিরের লোক যেন অনুমতি ছাড়া বাড়িতে ডুকতে না পারে সে জন্য বাড়ির চারপাশে প্রাচীর তৈরী করেছেন।

উপরোক্ত বিষয়ের আলোকে এখন প্রশ্ন সবার প্রতি এখানে সুরক্ষামূলক বিষয় গুলো কি কি এবং নিরাপত্তামূলক বিষয় গুলো কি কি? 

একটু খেয়াল করুন এখানে ঘরটির সুরক্ষা নিশ্চিত করতে ঐ ব্যক্তি নিম্ন লিখিত কাজগুলো করেছেনঃ-

*** ঘরটিতে ছাদ তৈরী করার জন্য তিনি খুব ভালো মানের রড সিমেন্ট ব্যবহার করেছেন যেন ছাদ ভেঙে না পড়ে।

*** ঘরে যেন আলো বাতাস ঢুকতে পারে সেই জন্য জানালা রেখেছেন।

*** ঘরে প্রবেশ করার জন্য দরজা রেখেছেন।

আবার ঘরটির নিরাপত্তা নিশ্চিত করতে নিম্ন লিখিত ব্যবস্থা গ্রহন করেছেনঃ-

*** জানালা দিয়ে যেন কেউ ডুকতে না পারে সেই জন্য জানালায় গ্রীল লাগিয়েছেন।

*** দরজা বন্ধ করার জন্য তালা লাগানোর ব্যবস্থা করেছেন।

*** বাহিরের লোক যেন অনুমতি ছাড়া বাড়িতে ডুকতে না পারে সে জন্য বাড়ির চারপাশে প্রাচীর তৈরী করেছেন।

তাহলে বন্ধুরা এখন আমরা উপরের আলোচ্য বিষয়ের আলোকে সুরক্ষা ও নিরাপত্তা কে নিম্নরূপভাবে আলাদা আলাদা করে সংজ্ঞায়িত করতে পারি।

সুরক্ষাঃ- কোন স্থান / স্থাপনা / ব্যক্তি / বস্তু (যাই হোক না কেন) তার যে কোন প্রাকৃতিক অথবা মানুষের সৃষ্টি যেকোন বিপর্যয় থেকে রক্ষা করতে এবং  নিরাপদ ও পরিবেশ বান্ধব হিসেবে ব্যবহার উপযোগী করে তোলার জন্য গৃহীত সতর্কতামূলক ব্যাবস্থা গ্রহন করার প্রক্রিয়া গুলোকেই সম্মিলিত ভাবে সুরক্ষা বলে।

নিরাপত্তাঃ- কোন স্থান / স্থাপনা / ব্যক্তি / বস্তু (যাই হোক না কেন) তার যে কোন প্রকার ক্ষতিসাধন যেমন- চুরি, ডাকাতি, ছিনতাই, ভাংচুর, অগ্নিসংযোগ, লুটপাট, বহিঃআক্রমণ, হুমকি, অনিয়ম, দুর্নীতি ইত্যাদি রোধ কল্পে গৃহীত ব্যাবস্থা সমূহকে সম্মিলিতভাবে নিরাপত্তা বলে।


No comments:

Post a Comment

নিরাপত্তা কর্মীদের দায়িত্ব ও কর্তব্য।

আজকের এই চলমান সীমিত সময়ের মাঝে আমি আলোচনা করব নিরাপত্তা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যার শিরোনাম একজন নিরাপত্তা কর্মীর দায়িত্ব ও ক...